এক নজরের ইউনিয়ন পরিচিতি
ক) নাম –৪ নং বড়াইল ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন –২৩.০০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ১৯,৫৭০ জন (প্রায়) (২০০১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ২৮ টি।
ঙ) মৌজার সংখ্যা – ২২ টি।
চ) হাট/বাজার সংখ্যা - ১ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – অটরিক্সা/বেবীটেক্স/লছিমন।
জ) শিক্ষার হার – ৪৪.৮৮%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,
বেসরকারী প্রাঃ বিদ্যালয়- ০২টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২ টি,
নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১টি
মাদ্রাসা- ২ টি।
কলেজ- নাই
কেজি স্কুল- ৪ টি
এন জি ও স্কুল –২ টি
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ আবু রাশেদ আলমগীর, প্যানেল চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান বাবু
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ১টি।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল –১৯৬২ইং।
ড) কর্তব্যরত পরিষদের বিবরণ –
১। চেয়ারম্যানেশপথ গ্রহণের তারিখ- ২২/০৮/২০২৩ ইং
২) সদস্য শপথ গ্রহণের তারিখ –২২/০৮/২০২৩ইং
৩) প্রথম সভার তারিখ –২৬/১২/২০২৩ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
১। তেলাল মুরারীপুর ২। কুশুমশহর ৩।উত্তর বস্তা ৪। গোলাহার ৫। দক্ষিন তলিহার ৬। শশীগ্রাম ৭। বেলগাড়ী ০৮। আলুঞ্জা ০৯। কলিঙ্গা ১০। বাখেড়া ১১। দক্ষিন হাটশহর ১২। পশ্চিম ইটাইল ১৩। হিন্দা পাচখুপি ১৪। হিন্দা কসবা ১৫। গাংগাইর ১৬। বজরবরাহী ১৭। দেউলিয়া ১৮। প্রতাপ পাড়া ১৯। হরিপুর ২০। বিনাই ২১। বিনাই পাঁচখুপি ২২। শাখারীবাঁক,২৩। মাটিহাঁস ২৪। মৈয়ম সেরকোল ২৫। গোতাহার ২৬। বড়াইল ২৭। বড়াইল শেখ পাড়া ২৮। রাজ বিনাই ।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য –১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী – ১ জন।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৯ জন।
৫) ইউডিসি –২ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস